Cancer Cells

আপনি জানেন কি?
২০১৮ সালে সারা বিশ্বে ৯৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে ক্যান্সারে…!!!
প্রতি বছর যতো ধরনের অসুখে মানুষ মারা যাচ্ছে, ক্যান্সার তার তালিকায় ২য় স্থানে। ক্যান্সার একটি নির্দিষ্ট রোগ নয়, ক্যান্সার হতে পারে বিভিন্ন ধরনের।
সব ধরনের ক্যান্সারকে একই রকম ভেবে, এর কারন, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে বেশীর ভাগ মানুষ ভুল ধারনায় বাস করেন।
ক্যান্সারের মতো জটিল অসুখের বাপারে ভুল ধারনায় বাস করলে, পরিনাম হতে পারে ভয়াবহ।
তাই জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবারের আয়োজন “ক্যান্সার, ভুল ধারনায় আমরা…”

৪ পর্বের ধারাবাহিক লিখায় থাকছে, ক্যান্সার কি, কাদের হতে পারে, এবং কি কি কারনে ক্যান্সার হতে পারে, এর লক্ষণ এবং চিকিৎসা নিয়ে প্রচলিত ভুল ধারনা গুলো নিয়ে তথ্য।
২য় পর্বে থাকছে, ক্যান্সার কি, কাদের হতে পারে, এবং কি কি কারনে ক্যান্সার হতে পারে, এ নিয়ে প্রচলিত ভুল ধারনা গুলোর বাকী অংশের তথ্য।

ভুল ধারনা-১। “ক্যান্সার ছোয়াচে রোগ, রোগী থেকে ক্যান্সার এভাবেই ছড়ায়…”

ক্যান্সার রোগীর সংস্পর্শে সুস্থ্য মানুষে ক্যান্সার ছড়ায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমান নেই। তাই ক্যান্সার ছোয়াচে, এ ধারনা সঠিক নয়।ক্যান্সার ছোয়াচে না হলে ও, ক্যান্সার তৈরিকারী কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষে ছড়াতে পারে।

সারাবিশ্বে, প্রতিবছর সবচেয়ে বেশী মানুষ মারা যায়, হার্ট বা রক্তনালির অসুখে।
পড়ুনঃ হার্ট এটাক, ভুল ধারনা নিয়ে আমরা… ২য় পর্ব

ভুল ধারনা-২। “সিগারেট খাই না, আমার লাং/ফুসফুসে ক্যান্সার হবে না…”

ধূমপায়ীদের লাং ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা, অধূমপায়ীদের তুলনায় অনেক গুণ বেশী। কিন্তু যারা ধূমপান করেন না, তাদের লাং বা ফুসফুস ক্যান্সার হবে না, এমন কোনো কথা নেই। ধূমপান না করলে ও এসবেসটস, রেডন, আর্সেনিক ইত্যাদি পদার্থের সংস্পর্শে লাং ক্যান্সার হতে পারে। এছাড়া জেনেটিক কারনে ও লাং ক্যান্সারের সম্ভাবনা থেকে যায়।

ভুল ধারনা-৩। “গ্রীণ টি, রসুন, ব্রকলি, ব্লুবেরি ক্যান্সার প্রতিরোধকারী খাবার, আমি এগুলো নিয়মিত খাই, আমার ক্যান্সার হবে না….”

ভিটামিন এবং এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এ ধরনের খাবার গুলো আপনার স্বাস্থ্যের জন্য নির্দ্বিধায় উপকারী। কিন্তু এ ধরনের খাবার খেলে ক্যান্সার হবে না বা ক্যান্সার ভালো হয়ে যায়, এমন কোনো প্রমান এখন পর্যন্ত পাওয়া যায়নি। গবেষনালব্ধ প্রমান ছাড়া স্বাস্থ্যের ব্যাপারে কোনো তথ্য চিকিতসাশাস্ত্রে গ্রহনযোগ্য নয়।

সব ধরনের ওষুধ বা ফার্মেসী প্রোডাক্টের হোমডেলিভারি পেতে অর্ডার করুন, রয়েছে ডিসকাউন্ট এবং অফার।
সর্বোচ্চ মান সম্পন্ন নির্ভেজাল ওষুধের জন্য আপনার সেবায় Khidmat Drug Outlet

ভুল ধারনা-৪। “স্কিন ক্যান্সার শুধু ফর্সা ত্বকের মানুষদেরই হয়…”

ফর্সা ত্বকের মানুষদের স্কিন ক্যান্সারের ঝুঁকি অপেক্ষাকৃত গাঢ় বর্ণের মানুষদের চেয়ে অনেক বেশী। কিন্তু এর মানে এই নয় যে, গাঢ় বর্ণের মানুষদের স্কিন ক্যান্সার হবার সম্ভাবনা নেই বা হয় না। তাই ত্বকে অস্বাভাবিক ধরনের পরিবর্তন বা ক্ষত দেখা দিলে, অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

ভুল ধারনা-৫। “নিয়মিত হেয়ার ডাই ব্যাবহার করলে ক্যান্সার হয়…”

১৯৭০ সালের দিকে হেয়ার ডাই তৈরিতে ব্যাবহারকৃত কিছু কেমিক্যালের কারনে ক্যান্সার হতে পারে, এমন প্রমান পাওয়ার পর থেকে হেয়ার ডাই তৈরিতে সে সব কেমিকেলের ব্যাবহার নিষিদ্ধ করা হয়। বর্তমানে হেয়ার ডাই তৈরিতে যে ধরনের কেমিকক্যাল ব্যাবহার করা হয়, সে সবে ক্যান্সার হবার মতো কোনো প্রমান পাওয়া যায়নি। তাই এ ধারনাটি ও ঠিক নয়।

ভুল ধারনা-৬। “পার্ফিউম, যেমন বডিস্প্রে, ডিউডোরেন্ট ইত্যাদি নিয়মিত ব্যাবহারে ক্যান্সার হয়…”

বডিস্প্রে, ডিউডোরেন্ট ইত্যাদি নিয়মিত ব্যাবহারে স্তন ক্যান্সার হয়, এমন ধারনা প্রচলিত আছে। কিন্তু NCI এর তথ্য অনুযায়ী বডিস্প্রে, ডিউডোরেন্ট ইত্যাদি নিয়মিত ব্যাবহারের সাথে স্তন ক্যান্সারের সম্পর্ক রয়েছে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ভুল ধারনা-৭। “নিয়মিত হেলথ চেক আপ করাই, ক্যান্সার হলে শুরুতে অবশ্যই ধরা পড়বে…”

সব ক্যান্সার একই রকম নয়। নিয়মিত হেলথ চেক আপ করলে কিছু ক্যান্সার শুরুতেই ধরা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু সব ধরনের ক্যান্সারের ব্যাপারে এ ধারনা ঠিক নয়। তাই যে কোনো অসুখে, অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিলে, ক্যান্সারের মতো জটিল অসুখের শুরুতেই সনাক্ত হবার সম্ভাবনা বেড়ে যায়।

আজ এ পর্যন্তই, আগামী পর্বে থাকছে, থাকছে, ক্যান্সার কি, কি কি কারনে ক্যান্সার হতে পারে,
এবং কাদের হতে পারে এ নিয়ে প্রচলিত ভুল ধারনা গুলোর তথ্যের পরবর্তী অংশ।

লিখেছেনঃ
ডাঃ মোহাম্মদ শাকিলুজ্জামান
জেনারেল ফিজিশিয়ান

লেখক পরিচিতি

তথ্য সূত্রঃ
American Cancer Society
National Cancer Institute
Canadian Cancer Society

ক্যান্সার, ভুল ধারনায় আমরা…১ম পর্ব

আমাদের ব্লগে ডাক্তার লিখছেন নিয়মিত, স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক বা ফলো করুন।

  • 31
    Shares
  • 31
    Shares

Offer, Discount, Cashback & Many More

X